কোচবিহার

২০ দফা দাবিতে কোচবিহার থেকে কোলকাতা পর্যন্ত বিপিএমও-র অধিকার যাত্রা

বেঙ্গল প্লাটফর্ম মাস অর্গানাইজেশনের (বিপিএমও) ২০ দফা দাবিতে কোচবিহার থেকে কোলকাতা অধিকার যাত্রায় হাঁটলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম।

    জানা গিয়েছে, বিপিএমও'র অধিকার যাত্রা কোচবিহার থেকে বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এসে পৌঁছায়। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে ইসলামপুর হয়ে দারিভিট এলাকায় রাত্রিবাস করে অধিকার যাত্রার দল। বৃহস্পতিবার সকালে কালানাগিন হয়ে গুঞ্জরিয়ায় পথসভা করে ধনতলা হয়ে ঠিকরিবাড়িতে শেষ হয় এদিনের পদযাত্রা। শুক্রবার থেকে দুদিন মহরম উপলক্ষে অধিকার যাত্রা বন্ধ থাকবে বলে বিপিএমও সূত্রে জানা গেছে। সাংসদ সেলিম ছাড়াও জেলা কনভেনর স্বপন গুহ নিয়োগী, ইসলামপুরের কনভেনর বাজিল আখতার, সামি খান সহ অন্যন্যরাও অধিকার যাত্রায় পা মেলান। উল্লেখ্য, কৃষকদের ফসলের ন্যায্য দাম, শ্রমিকদের ন্যায্য মজুরী, যুবকদের কর্মসংস্থান, মহিলাদের অধিকার, নাগরিকত্বের অধিকার সহ ২০ দফা দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে অধিকার যাত্রা। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা দিয়ে যাওয়া অধিকার যাত্রায় থাকবেন সাংসদ সেলিম।

    সাংসদ সেলিম এদিন গুঞ্জরিয়ার পথসভায় একসাথে মোদী ও মমতাকে তীব্র আক্রমন করে বলেন, সারা দেশ জুড়ে মোদীভাই আর এরাজ্যে দিদিভাইয়ের মিলিত ভাওতাবাজির বিরুদ্ধে এই অধিকার যাত্রা। আসলে এরা দুজনেই এক। শুধু সেলিম পার্লামেন্টে চিৎকার করলে হবে না, একজোট হয়ে এদের ভাওতাবাজির বিরুদ্ধে সরব হওয়ার লক্ষ্যেই এই অধিকার যাত্রা বলে তিনি মন্তব্য করেন।